রুবেলনেটে লিখতে চান?



রুবেলনেট আপনার সৃজনশীল ও মানসম্মত লেখাকে সাদরে গ্রহণ করবে।

যোগাযোগ করুনঃ
ফোনঃ ০১৬৭৪৭১৩৭৬৫  ০১৯১৬৩৮৮০৮৮
মেইলঃ abs.rubel@yahoo.com

লেখাকে মানসম্মত করতে কিছু টিপসঃ

১) তাড়াহুড়ো করে পোস্ট করবেন না, ঠাণ্ডা মাথায় চিন্তা করুন কোন বিষয়ে লিখতে চান। অতঃপর ভাবুন সেই বিষয়ে আপনি ভাল লেখা লিখতে পারবেন কিনা। যদি দেখেন যে......হ্যাঁ, আপনি যে বিষয়ে লিখতে চান সে বিষয়ে ভাল লিখতে পারবেন এবং সে বিষয়ে ভাল জানেন, কেবলমাত্র তখনই পোস্ট করার পরিকল্পনা করুন।

২) আপনার পোস্টের ভাষা অবশ্যই বাংলায় হতে হবে; নতুবা পোস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা ০.০০১%।

৩) কোন ব্যক্তিগত ঘোষণা, অ্যাড বা প্রচারনার উদ্দেশ্যে পোস্ট করবেন না।

৪) কোন সফটওয়্যার নিয়ে পোস্ট করলে তার বেশ কিছু স্ক্রিনশট দিন যাতে পোস্ট বুঝতে পাঠকের কোন অসুবিধা না হয়। সবসময় নিজেকে পাঠকের স্থলে কল্পনা করে পোস্ট করুন, তাহলে পোস্টটি পাঠকের কাছে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে।

৫) পোস্ট প্রকাশ করার পূর্বে কয়েকবার রিভাইজ দিয়ে নিন। এতে করে পোস্টের ভুলভ্রান্তিগুলো আপনার চোখে পড়বে।

৬) এমন বিষয়ে পোস্ট করবেন না যা অন্যান্য ব্লগগুলিতে ভুঁড়ি ভুঁড়ি আছে। তবে আপনি যদি মনে করেন অন্যদের চেয়ে আপনার পোস্টটি অনেক বেশি মানসম্মত ও তথ্যবহুল তাহলে সেটি ভিন্ন কথা।

৭) যে বিষয়ে ভাল জানেন না সে বিষয়ে পোস্ট করা থেকে বিরত থাকুন।

৮) ভুল তথ্যসম্বলিত পোস্ট সরাসরি ডিলিট করে দেওয়া হবে।

৯) কপি-পেস্ট করবেন না। এমনকি খবরের কাগজ বা ম্যাগাজিনের লেখাগুলোও হুবহু লিখে পোস্ট করবেন না।

১০) পোস্ট করার আগে যেসব পোষ্টে অনেক বেশি লাইক ও শেয়ার আছে সেই পোস্টগুলো দেখে নিন। পোস্ট করার সময় উক্ত পোস্টগুলোকে ফলো করুন।

১১) রাজনৈতিক, সেক্সুয়াল ও অন্যান্য যেসব বিষয়ে পাবলিক সেন্সেটিভিটি আছে সেসব বিষয় নিয়ে পোস্ট করবেন না।

১২) উদ্ভট বিষয় নিয়ে পোস্ট করবেন না।

১৩) এডফ্লাই জাতীয় অ্যাডসহ ইউআরএল শর্টনার ব্যবহার বন্ধ করে সরাসরি লিঙ্ক দেয়ার চেষ্টা করুন।

১৪) পোস্টে প্রাপ্ত কমেন্টে যথেষ্ট আন্তরিক হওয়ার চেষ্টা করুন। কেউ কোন বিষয়ে প্রশ্ন করলে বা কারো কোন কিছু বুঝতে অসুবিধা হলে তাকে যথেষ্ট আন্তরিকতার সাথে সাহায্য করুন।

১৫) বানান যথাসম্ভব নির্ভুল করার চেষ্টা করুন।

১৬) সর্বোপরি লিখতে শুরু করার আগে এবং ভাল মানের পোস্ট করার লক্ষ্যে ভাল মানের পোস্টগুলো নিয়মিত পড়ুন, পড়ুন এবং পড়ুন।


}{:::::::::::::::}{ আপনার সুন্দর পোস্টে অপেক্ষায় }{:::::::::::::}{

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More